বিজেপি, ইডি চায় না অভিষেক যোগ দিক বৈঠকে, বিস্ফোরক সঞ্জয় রাউত

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় এই প্রথমবার ইডি দফতরে হাজিরা দিতে পৌঁছলেন তৃণমূল সাংসদ এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

author-image
SWETA MITRA
New Update
sanjay abhi.jpg

নিজস্ব সংবাদদাতাঃ আজ বুধবার ইন্ডিয়া (I.N.D.I.A.) জোটের সমন্বয় কমিটির প্রথম বৈঠকে যোগ দিচ্ছেন না তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এদিন তার বদলে তিনি নিয়োগ দুর্নীতি মামলায় সিজিও কমপ্লেক্সে হাজিরা দিয়েছেন। এদিকে অভিষেককে ইডির তলব নিয়ে বড় মন্তব্য করলেন শিবসেনা (উদ্ধব ঠাকরে গোষ্ঠী) নেতা সঞ্জয় রাউত (Sanjay Raut)। তিনি জানান, "আজ আমরা বৈঠকে যাব। মুম্বাইয়ের বৈঠকে যে এজেন্ডা নির্ধারণ করা হয়েছে তা নিয়ে আলোচনা করা হবে। টিএমসি ছাড়া সবাই বৈঠকে যোগ দেবে। টিএমসি নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এই কমিটির সদস্য, তিনি এই বৈঠকে যোগ দিচ্ছেন না। কারণ ইডি এবং বিজেপি চায় না যে অভিষেক এই বৈঠকে যোগ দিক। কেন্দ্রীয় সরকার চায় না অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে পৌঁছে ইন্ডিয়া কোঅর্ডিনেশন কমিটির বৈঠকে অংশ নিক। তাকে আজ ইডি তলব করেছে। আমরা তাঁর আসন খালি রাখব এবং কেন্দ্রীয় এজেন্সিগুলি কীভাবে ইন্ডিয়া জোটের সদস্যদের নির্যাতন করছে সে সম্পর্কে বার্তা দেব।“