নিজস্ব সংবাদদাতা: শিবসেনা (ইউবিটি) নেতা আনন্দ দুবে বলেছেন, " ভারত জোটের বেশিরভাগ দলই আম আদমি পার্টিকে সমর্থন করছে কারণ ভারত জোটের সামনে যদি কেউ শত্রু হয়ে আসে তবে তা হল বিজেপি। আম আদমি পার্টিকে হারাতে পারে বিজেপি, তাই ভারত জোট তাদের মনোবল বাড়াচ্ছে। কংগ্রেসের দিল্লিতে কিছুই নেই। কংগ্রেস পার্টি যখন রাজ্যে সিরিয়াসলি কাজ করছে না, তখন এটাই স্বাভাবিক সমাজবাদী পার্টি, তৃণমূল, শিবসেনা, আরজেডি সবাই অরবিন্দ কেজরিওয়ালকে সাহায্য করবে। কংগ্রেসের এই বিষয়ে দুঃখ করা উচিত নয়। যখন জাতীয় স্তরে নির্বাচন হবে, তারা অবশ্যই ভূমিকা পালন করবে, কিন্তু যখন রাজ্যের কথা আসে, তখন রাজ্যের দলগুলিকে প্রাধান্য দেওয়া দরকার। যখন মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রীর জন্য উদ্ধব ঠাকরের নাম ঘোষণা করা হত, তাহলে বিজেপি নিশ্চিহ্ন হয়ে যেত। কিন্তু তখন কংগ্রেস অহংকারী ছিল।"