নিজস্ব সংবাদদাতা: শিবসেনা নেতা এবং মুম্বাদেবী বিধানসভা কেন্দ্রের প্রার্থী শাইনা এনসি বলেছেন, "বিজেপি, শিবসেনা, এমএনএস এবং আরপিআই, তারা সবাই সমর্থন করছে। জনগণ জানে যে আমরা যা বলি তাই করি। মানুষ জানে আমরা 'দেনা ব্যাংক' আর বাকিরা 'লেনা ব্যাংক'। অর্থাৎ মানুষকে আমরা পরিসেবা দিই। বাকি জোট মানুষের কাছ থেকে নানাভাবে আদায় করে। মানুষকে কোনও রকম পরিসেবা দেয় না। যে প্রতিশ্রুতি দেয়, সব মিথ্যা।"
বিজেপি দেনা ব্যাঙ্ক! মহারাষ্ট্র নির্বাচনের আগে গর্জে উঠল শিবসেনা
মহারাষ্ট্র নির্বাচনের আগে গর্জে উঠলেন শিবসেনা নেত্রী।
নিজস্ব সংবাদদাতা: শিবসেনা নেতা এবং মুম্বাদেবী বিধানসভা কেন্দ্রের প্রার্থী শাইনা এনসি বলেছেন, "বিজেপি, শিবসেনা, এমএনএস এবং আরপিআই, তারা সবাই সমর্থন করছে। জনগণ জানে যে আমরা যা বলি তাই করি। মানুষ জানে আমরা 'দেনা ব্যাংক' আর বাকিরা 'লেনা ব্যাংক'। অর্থাৎ মানুষকে আমরা পরিসেবা দিই। বাকি জোট মানুষের কাছ থেকে নানাভাবে আদায় করে। মানুষকে কোনও রকম পরিসেবা দেয় না। যে প্রতিশ্রুতি দেয়, সব মিথ্যা।"