দিদিরা লোকসভা ও বিধানসভা নির্বাচনের পক্ষে- বললেন মোদির মন্ত্রী

কে করলেন এই দাবি?

author-image
Anusmita Bhattacharya
New Update
shivraj singh chouhanfg1.jpg

নিজস্ব সংবাদদাতা: কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, "দেশের সমস্ত নির্বাচন একযোগে হওয়া উচিত। একটানা নির্বাচন দেশের অগ্রগতি ও উন্নয়নে বাধা এবং জনকল্যাণে বাধা হয়ে দাঁড়ায়। তাই, দিদিরা লোকসভা ও বিধানসভা নির্বাচনের পক্ষে। এতে দেশের অগ্রগতি ও উন্নয়ন বাধাপ্রাপ্ত হবে না...সকল রাজনৈতিক দলের উচিত জনগণের সেবায় ৪.৫ বছর ব্যয় করা।"