নিজস্ব সংবাদদাতা: আজ মধ্যপ্রদেশের প্রতিষ্ঠা দিবস। তবে এবার সেই দিবস পালন করতে পারছে না কোনও রাজনৈতিক দলই। কেননা এই মুহুর্তে নির্বাচনের আচরণবিধি লাঘু রয়েছে এই রাজ্যে। তাই ভোটের পর তা উদযাপন হবে বলে এদিন জানিয়ে দিলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান।
এদিন তিনি বলেন, “প্রতি বছর, আমরা মধ্যপ্রদেশে ব্যাপক উত্সাহের সাথে উদযাপন করি আজকের দিনটি। আমরা এটি উত্তরাধিকার সূত্রে করে আসছি। কিন্তু এবছর নির্বাচনের আদর্শ আচরণবিধির কারণে, এই অনুষ্ঠান উদযাপন করতে পারছি না। তবে ৩ ডিসেম্বরের পরে, যখন বিজেপি আবার সরকার গঠন করবে, তখন প্রতিষ্ঠা দিবস পালনের তারিখ ঠিক করব আমরা। আর তখনই পালন হবে মধ্যপ্রদেশের প্রতিষ্ঠা দিবস”।