এটা কি গণতন্ত্র! সরাসরি অমিত শাহকে প্রশ্ন করলেন সাংসদ

শিবসেনা (ইউবিটি) সাংসদ সঞ্জয় রাউত বলে, বিরোধীদের কাজই হল সরকারকে প্রশ্ন করা। কংগ্রেস লোকসভায় হামলা নিয়ে প্রশ্ন করতেই পারেন। এতে ভুলের কিছু নেই। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উচিৎ এই বিষয়ে লোকসভায় বিবৃতি দেওয়া।

author-image
Tamalika Chakraborty
New Update
sanjay Raut

নিজস্ব সংবাদদাতা:  শিবসেনা (ইউবিটি) সাংসদ সঞ্জয় রাউত বলেন, "বিরোধীদের কাজ হল সরকারকে প্রশ্ন করা। আমি অনেক নেতার সাথে রাজ্যসভায়ও ছিলাম।  কংগ্রেস যদি প্রশ্ন করে যে অভিযুক্তরা কীভাবে লোকসভায় প্রবেশ করল, তাহলে অমিত শাহের উত্তর দেওয়া উচিত। এতে ভুল কী? স্বরাষ্ট্রমন্ত্রীর উত্তর এই নিয়ে বাইরে মন্তব্য করেছেন। কিন্তু লোকসভায় এসে তিনি একটা কথাও বলেননি। এটা কি গণতন্ত্র?"