‘মহারাষ্ট্রের মানুষ ওঁদেরকে চাইবেন না’, জনিয়ে দিলেন শিবসেনা (ইউবিটি) সাংসদ

'৭০ লক্ষ ভোটার বিজেপির শিবিরে যুক্ত হয়েছে'।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
priyanka chaturvedi ui.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: মহারাষ্ট্র নির্বাচন সম্পর্কে লোকসভার প্রার্থী রাহুল গান্ধীর বক্তৃতা প্রসঙ্গে শিবসেনা (ইউবিটি) সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদী বলেন, “মহারাষ্ট্রের জনগণ তাদের ক্ষমা করবে না যারা মহারাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, যারা দেশের শিল্পকে মহারাষ্ট্র থেকে তাড়িয়ে দিয়েছিল, যারা দুটি আঞ্চলিক দল ভেঙে তাদের বিশ্বাসঘাতকতা করে সরকার গঠন করেছিল, মহারাষ্ট্র তাদের ক্ষমা করবে না যারা ৫ মাসের মধ্যে ৪৮ লক্ষ নতুন ভোটার যুক্ত করেছে। মহারাষ্ট্রের প্রতিটি মানুষ চাইছে যে লোকসভা থেকে বিধানসভা পর্যন্ত ৫ মাসে ৪৮ লক্ষ ভোটার যুক্ত হয়েছে, যেখানে ৫ বছরে ৩৭ লক্ষ ভোটার যুক্ত হয়েছে। এখন পর্যন্ত ৭২ লক্ষ নতুন ভোটার এসেছেন, যার মধ্যে ৭০ লক্ষ ভোটার বিজেপির শিবিরে যুক্ত হয়েছে”।

t