নিজস্ব সংবাদদাতাঃ ১৯৭৫ সালের জরুরি অবস্থার স্মরণে ২৫ জুন সংবিধান হত্যা দিবস হিসাবে পালন করা হবে। সেই নিয়ে মন্তব্য করেছেন শিবসেনা (ইউবিটি) নেতা সঞ্জয় রাউত।
তিনি বলেছেন, "তাদের আর কোনও কাজ বাকি নেই। ৫০ বছর হয়ে গেল, মানুষ জরুরি অবস্থার কথা ভুলে গিয়েছেন। দেশে জরুরি অবস্থা জারি করা হল কেন? কিছু লোক দেশে নৈরাজ্য ছড়াতে চায়। রামলীলা ময়দান থেকে খোলাখুলি ঘোষণা করা হয়েছে, আমাদের জওয়ান ও সেনাবাহিনীকে বলা হয়েছে সরকারের নির্দেশ না মানতে।
তাই এমন পরিস্থিতিতে অটলবিহারী বাজপেয়ী যদি প্রধানমন্ত্রী হতেন, তাহলে তিনিও তা চাপিয়ে দিতেন। এটা জাতীয় নিরাপত্তার বিষয় ছিল, কিছু লোক দেশে বোমা তৈরি করছিল এবং বিভিন্ন জায়গায় বোমা বিস্ফোরণ করছিল। সেই সময় জরুরি অবস্থাকে প্রকাশ্যে সমর্থন জানিয়েছিলেন বালাসাহেব ঠাকরে। আরএসএসও তা সমর্থন করেছিল।”