নিজস্ব সংবাদদাতাঃ শিবসেনা (ইউবিটি) নেতা সঞ্জয় রাউত বলেছেন, “যেভাবে বাজেট তৈরি হয়, সেই অনুযায়ী কাজ করে নীতি আয়োগ। শুধু বিজেপি শাসিত রাজ্যগুলিকে টাকা ও প্রকল্প দেওয়া হচ্ছে।
সেই কারণেই তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন, তেলেঙ্গানা ও হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী বৈঠক বয়কট করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠকে উপস্থিত থাকলেও তাঁকে বলতে দেওয়া হয়নি। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে অপমান করা হয়েছে, তাঁর মাইক বন্ধ করে দেওয়া হয়েছে, এটা গণতন্ত্রের সঙ্গে মানানসই নয়।”