নিজস্ব সংবাদদাতা: বুধবার মহারাষ্ট্রের বিধানসভার স্পিকার শিবসেনার শিন্ডে গোষ্ঠীকে আসল শিবসেনা বলে দাবি করেছেন। এই প্রসঙ্গে তীব্র প্রতিক্রিয়া দেখালেন শিবসেনা (ইউবিটি) নেতা সঞ্জয় রাউত। তিনি বলেন, "সুপ্রিম কোর্ট বিধানসভার স্পিকারকে একটি ট্রাইব্যুনাল হিসাবে কাজ করার দায়িত্ব দিয়েছে যাতে ন্যায়বিচার করা হয়৷ কিন্তু আমাদের বিধানসভার স্পিকার (রাহুল নারওয়েকর), যিনি এখন বিজেপি নেতা, আগে শিবসেনা, কংগ্রেস এবং অন্যান্য অনেক দলে কাজ করেছেন, তিনি (একনাথ) শিন্ডের 'অসাধু দল'-এর আইনজীবী হয়ে কাজ করতে শুরু করেছেন। তাহলে বিচার হবে কীভাবে?"