শিবসেনা (ইউবিটি) নেতা আদিত্য ঠাকরে এবার বড় বার্তা দিলেন- কি বললেন?

শিবসেনা (ইউবিটি) নেতা আদিত্য ঠাকরে এবার বড় বার্তা দিলেন।

author-image
Aniket
New Update
Aaditya THakll1.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: শিবসেনা (ইউবিটি) নেতা আদিত্য ঠাকরে এবার বড় বার্তা দিয়েছেন। আদিত্য ঠাকরে বলেছেন, "আপনি যদি হিন্ডেনবার্গ রিপোর্ট দেখেন, এটি একটি বড় কেস। এতে সেবি প্রধানের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। আমি মনে করি আমাদের স্বচ্ছতার দাবি, জেপিসি ভুল নয়। যে সেবি প্রধানের সঙ্গে দাঁড়ায়, কেলেঙ্কারির সঙ্গে দাঁড়ায়, সে বিশ্বাসঘাতক। একজন দেশপ্রেমিক হলেন যিনি স্বচ্ছতা এবং জেপিসি দাবি করছেন।" 

এছাড়াও আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের ধর্ষণ-খুনের ঘটনা নিয়ে বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, "এটি একটি দুর্ভাগ্যজনক ঘটনা। আর আমার মনে হয় এমন ঘটনা আমাদের দেশের কোথাও হওয়া উচিত নয়। যারাই অভিযুক্ত, তাদের সঙ্গে সন্ত্রাসীর মতো আচরণ করা উচিত। দিল্লিতে ধর্ষণের ঘটনা ঘটার পর থেকেই দাবি উঠেছে ধর্ষণের অভিযুক্তদের সন্ত্রাসী হিসেবে গণ্য করা হোক"।