নিজস্ব সংবাদদাতাঃ কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী (Rahul Gandhi)-কে নিয়ে বিজেপি গতকাল বৃহস্পতিবার একটি টুইট করে। এই টুইট বার্তায় বিজেপি রাহুল গান্ধী 'নিউ এজ রাবণ' বা নতুন যুগের রাবণ বলে কটাক্ষ করে। এদিকে এই টুইট প্রসঙ্গে এবার গেরুয়া শিবিরকে আক্রমণ করলেন শিবসেনা (উদ্ধব ঠাকরে গোষ্ঠী) সাংসদ সঞ্জয় রাউত (Sanjay Raut)। তিনি বলেন, "বিজেপি, নরেন্দ্র মোদী এবং অমিত শাহ রাহুল গান্ধীকে ভয় পেতে শুরু করেছেন। এটি ২০২৪ সালের নির্বাচনে বিজেপির পরাজয় নিশ্চিত করে। রাম ও রাবণের মধ্যে যুদ্ধ এই দেশে সংঘটিত হয়েছিল। রাবণ এমন একটি বিকৃতি যা বিজেপির মধ্যে সবচেয়ে বেশি বাস করে।“ শুনুন তাঁর বক্তব্য...