ঔরঙ্গজেবের সমাধি বিতর্কে মুখ খুললেন শিব সেনা সাংসদ মিলিন্দ দেওরা

কি বললেন শিব সেনা সাংসদ মিলিন্দ দেওরা ?

author-image
Debjit Biswas
New Update
v

নিজস্ব সংবাদদাতা : আজ ঔরঙ্গজেবের সমাধি বিতর্কে মুখ খুললেন শিব সেনা সাংসদ মিলিন্দ দেওরা। তিনি বলেন, "যদি কেউ ছত্রপতি শিবাজি মহারাজ এবং ঔরঙ্গজেবের মধ্যে পার্থক্য না বুঝে উঠতে পারে, তাহলে তাদের আবার স্কুলে ফিরে যাওয়া উচিত।"

shivsena mp milind .jpg

এছাড়াও তিনি বলেন, ''শিব সেনার (উদ্ধব গোষ্ঠী) মতো দলগুলির কাছ থেকে জনগণের আর কোনও আশা অবশিষ্ট নেই। মানুষ এদেরকে দু'বার শিক্ষা দিয়েছে। এই দলগুলি  বালাসাহেব ঠাকরের আদর্শের সঙ্গে আপোষ করেছে, তাই মানুষও এদেরকে ত্যাগ করেছে।"