প্রাচ্য পাশ্চাত্যের দ্বন্দ্ব নিয়ে এবার সরব হলেন শিবসেনা নেত্রী প্রিয়াঙ্কা চতুর্বেদী

দ্বন্দ্ব নিয়ে এবার সরব হলেন শিবসেনা নেত্রী।

author-image
Adrita
New Update
্দ

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ ইন্ডিয়ান ওভারসিজ কংগ্রেসের চেয়ারম্যান স্যাম পিত্রোদার বিতর্কিত মন্তব্যের পরিপ্রেক্ষিতে  শিবসেনা নেত্রী প্রিয়াঙ্কা চতুর্বেদী বলেন, " আমি তার বক্তব্যের সঙ্গে একমত নই। কিন্তু, তিনি কি ইশতেহার কমিটির সদস্য, কংগ্রেসের তারকা প্রচারক, এবং তিনি কি এই দেশে থাকেন ? তিনি বিদেশে থাকেন। তার ইস্যুকে দেশের ইস্যু বানানো দুর্ভাগ্যজনক। একদিকে জনগণের ইস্যু আর অন্যদিকে স্যাম পিত্রোদা আমেরিকা থেকে কী বলছেন। এতে আমাদের কিছু করার নেই, এটা কোনো ইস্যুও নয়, এই দেশও তার কথায় প্রতিক্রিয়া দেখাতে চাইবে না। '' 

s

এক্ষেত্রে প্রসঙ্গত যে,  ইন্ডিয়ান ওভারসিজ কংগ্রেসের চেয়ারম্যান স্যাম পিত্রোদার বিতর্কিত মন্তব্য করেছিলেন যে " প্রাচ্যের লোকেরা চীনাদের মতো দেখায়, দক্ষিণে, আফ্রিকানদের মতো দেখায়। "  

 Sam Pitroda's inheritance tax idea: The rich will not pay and middle class  will suffer | The Indian Express

Add 1