নিজস্ব সংবাদদাতা: প্রধানমন্ত্রী মোদির 'মুর্খো কে সর্দার' বিবৃতিতে এবার ক্ষোভ প্রকাশ করলেন শিবসেনা (ইউবিটি) সাংসদ সঞ্জয় রাউত। তিনিও প্রধানমন্ত্রীকে একহাত নিলেন।
এদিন তিনি বলেন, “তারা রাহুল গান্ধী নিয়ে আলোচনা করে এবং চিন্তা করে। এটি রাহুল গান্ধীর সাফল্য। তাদের ভয় আছে রাহুল গান্ধীকে নিয়ে। তাই এই ধরনের আক্রমণ। আপনি কংগ্রেস-মুক্ত ভারতের ঘোষণা করেছিলেন। আপনি শিবসেনামুক্ত মহারাষ্ট্রের স্বপ্ন দেখেছিলেন। কিন্তু আপনার পতন অনিবার্য। কোনো দেশে এই ভাবে গণতন্ত্র টিকিয়ে রাখা যায়নি, যাবে না। আপনারও পতন হবে”।
/anm-bengali/media/media_files/uRcXrflLsLMD0Nx5UI5z.jpeg)