'গণতন্ত্রের কবরস্থান! ঘুমের ওষুধ খান এবং সংসদে আসুন', কটাক্ষ সাংসদের

'ঘুমের ওষুধ খান এবং সংসদে আসুন', এভাবেই লোকসভা থেকে ৪৯ জন বিরোধী সাংসদকে সাসপেন্ড করা নিয়ে কটাক্ষ করলেন শিরোমনি আকালি দলের সাংসদ হরসিমরত কৌর বাদল।

author-image
Anusmita Bhattacharya
New Update
kar

নিজস্ব সংবাদদাতা: আজ লোকসভা থেকে ৪৯ জন বিরোধী সাংসদকে সাসপেন্ড করা হয়েছে। এবার এই নিয়ে বক্তব্য রাখলেন শিরোমনি আকালি দলের সাংসদ হরসিমরত কৌর বাদল। তিনি বলেন, 'আমার কিছু বলার নেই। তারা নতুন সংসদ ভবন তৈরির আগে কি ভেবেছিল? তারা সংসদকে গণতন্ত্রের কবরস্থান বানাতে চায়। আপনি গোটা বিরোধীদের উচ্ছেদ করে দিয়েছেন। এদিকে, যে বিজেপি সাংসদ অনুমতি পত্র দিয়েছিলেন তাঁর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়নি। নতুন সংসদের জন্য নতুন নিয়ম তৈরি করা হচ্ছে- ঘুমের ওষুধ খান এবং এখানে আসুন কারণ এখানে আপনাকে মুখ খুলতে এবং প্রশ্ন করতে দেওয়া হবে না'।