নিজস্ব সংবাদদাতা: শিরোমণি আকালি দলের নেত্রী হরসিমরত কৌর বাদল বলেছেন, "আমি মনে করি হাউস চালানোর দায়িত্ব ক্ষমতাসীন দলের। তারা একা বিরোধীদের দোষ দিতে পারে না। প্রতি অধিবেশনের আগে প্রতিবার শাসক দলকে জিজ্ঞাসা করার অধিকার বিরোধীদের আছে, যেটিই হোক না কেন। বিরোধীরা যে প্রসঙ্গটি উত্থাপন করে, শাসক দল এক সপ্তাহ, 10 দিনের জন্য আলোচনার অনুমতি দিতে অস্বীকার করে যার কারণে সেখানে ধস্তাধস্তি হয়"।