১৯৮৪ সালে শিখ বিরোধী আন্দোলন... এবার শিখদের চাঞ্চল্যকর মন্তব্য

DSGMC ভাইস প্রেসিডেন্ট আত্মা সিং লুবানা ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। কিন্তু কেন?

author-image
Tamalika Chakraborty
New Update
shikh

নিজস্ব সংবাদদাতা: DSGMC ভাইস প্রেসিডেন্ট আত্মা সিং লুবানা বলেছেন, "আমি দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভি কে সাক্সেনা, প্রধানমন্ত্রী মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি রাজ্য সভাপতি বীরেন্দ্র সচদেবাকে ধন্যবাদ জানাই যাঁরা আমাদের পূর্ণ সমর্থন দিয়েছেন। ৮৮  জনের আবেদন অনুমোদন করা হয়েছে এবং ১৯৮৪ সালের শিখ বিরোধী দাঙ্গায় ক্ষতিগ্রস্তদের চাকরির জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতায় সম্পূর্ণ শিথিলতা দেওয়া হয়েছে। আমরা খুবই কৃতজ্ঞ।"

pm modi...