ইডি’র হাজিরা এড়ালেন মুখ্যমন্ত্রী, গর্জে উঠলেন বিজেপি নেতা

অরবিন্দ কেজরিওয়ালের আগে দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াকে মদ কেলেঙ্কারির সঙ্গে যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার করেছে ইডি।

author-image
SWETA MITRA
New Update
bjp lok.jpg

নিজস্ব সংবাদদাতাঃ মদ কেলেঙ্কারির অভিযোগে তলব করা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ফের একবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) সামনে হাজিরা দিতে অস্বীকার করেছেন। এদিকে এই ঘটনা প্রসঙ্গে গর্জে উঠলেন বিজেপির জাতীয় মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা (Shehzad Poonawalla)। তিনি বলেন, "আজ আবারও অরবিন্দ কেজরিওয়াল তৃতীয় সমন এড়িয়ে গেছেন। এটি দেখায় যে লুকানোর মতো কিছু আছে, এবং সে কারণেই তিনি একজন অপরাধীর মতো পালিয়ে বেরাচ্ছেন। আদালত মনীশ সিসোদিয়া এবং সঞ্জয় সিংকে জামিন দেয়নি, এবং আদালত প্রমাণ করেছে যে আর্থিক কেলেঙ্কারির মামলা রয়েছে। এত কিছুর পরেও তারা একই ভিকটিম কার্ড খেলছে।“