নিজস্ব সংবাদদাতাঃ কেলেঙ্কারিকাণ্ডে ইডি (ED)-র চার্জশিটে নাম উঠেছে প্রাক্তন মুখ্যমন্ত্রীর। ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের নাম মহাদেব বেটিং অ্যাপ মামলায় ইডির চার্জশিটে উঠে এসেছে। এদিকে কংগ্রেস নেতার নাম উল্লেখ করা প্রসঙ্গে বিজেপি নেতা শেহজাদ পুনাওয়ালা বড় মন্তব্য করেছেন। তিনি বলেছেন, "কংগ্রেস পার্টি যেখানে সরকার ছিল সেখানেই লুটপাট করেছে। 'দুর্নীতিগ্রস্ত মন্ত্রী' একটা। এখন প্রশ্ন হল, ভুপেশ বাঘেল আর কাকে টাকা দিয়েছিলেন? একদিকে প্রধানমন্ত্রী মোদী দেশের মানুষকে রুপে কার্ড দেন, অন্যদিকে সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধী 'ভুপে কার্ড' দেন, যার অর্থ এই কার্ডে ৫০৮ কোটি টাকা স্থানান্তর করুন এবং দুর্নীতি ও লুটপাটে লিপ্ত হন।‘