নিজস্ব সংবাদদাতাঃ মিলিন্দ দেওরা ও ভারত জোড়ো ন্যায় যাত্রা (Bharat Jodo Nyay Yatra) নিয়ে ফের আসরে নামল বিজেপি। আজ বিজেপি নেতা শেহজাদ পুনেওয়ালা বলেন, ‘রাহুল গান্ধী যদি 'ভারত জোড়ো ন্যায় যাত্রা'র পরিবর্তে 'কংগ্রেস কে নেতাও কি ন্যায় যাত্রা' শুরু করেন তবে আরও ভাল হবে। তাঁর উচিত কংগ্রেসের যে সব নেতা একের পর এক দল ছাড়ছেন, তাঁদের ন্যায়বিচার দেওয়া। 'কংগ্রেস জোড়ো যাত্রা' হওয়া উচিত কারণ উত্তর থেকে দক্ষিণ এবং পূর্ব থেকে পশ্চিমে কংগ্রেস নেতারা একে অপরের বিরুদ্ধে লড়াই করছেন এবং দল ছেড়ে চলে যাচ্ছেন। এর কারণ রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেস একটি প্রতিভামুক্ত অঞ্চলে পরিণত হয়েছে।‘