J&K : জঙ্গি দমনে সাহসী কনস্টেবল মুদাসির, শৌর্য চক্র প্রদান করলেন রাষ্ট্রপতি

উপত্যকায় (J&K) সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে লড়াইয়ে দৃষ্টান্তমূলক সাহস দেখানোর জন্য রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মঙ্গলবার জম্মু ও কাশ্মীর পুলিশের কনস্টেবল মুদাসির আহমেদ শেখকে (Mudasir Ahmad Sheikh) শৌর্য চক্র (Shaurya Chakra) প্রদান করেন।

author-image
Pritam Santra
New Update
J&K

নিজস্ব সংবাদদাতাঃ উপত্যকায় (J&K) সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে লড়াইয়ে দৃষ্টান্তমূলক সাহস দেখানোর জন্য রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (President Droupadi Murmu) মঙ্গলবার জম্মু ও কাশ্মীর পুলিশের শহীদ কনস্টেবল মুদাসির আহমেদ শেখকে (Mudasir Ahmad Sheikh) শৌর্য চক্র (Shaurya Chakra) প্রদান করেন। মঙ্গলবার রাষ্ট্রপতি ভবনে অনুষ্ঠিত অনুষ্ঠানে ২০২৩-এ রাষ্ট্রপতি মুর্মু বীরত্ব পুরষ্কার প্রদান করেন। অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে ভারতের উপরাষ্ট্রপতি, ভারতের প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী উপস্থিত ছিলেন। বারামুল্লায় সন্ত্রাসবিরোধী অভিযানে জঙ্গিদের সঙ্গে লড়াই করতে গিয়ে প্রাণ হারান কনস্টেবল মুদাসির। তিনি ব্যতিক্রমী সাহস দেখিয়েছিলেন যার ফলে তিন সন্ত্রাসীকে নির্মূল করা সম্ভব হয়েছিল এবং বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছিল।