একই দিনে জুম্মা আর হোলি ! বড় দাবি করলেন শত্রুঘ্ন সিনহা

কি দাবি করলেন তৃণমূলের হেভিওয়েট সাংসদ ?

author-image
Debjit Biswas
New Update
Shatrughan Sinha

নিজস্ব সংবাদদাতা : এইবছর যেহেতু মুসলমানদের জুম্মাবারের দিনেই হোলি উৎসব পড়েছে, তাই এই বিষয়টি নিয়ে আলাদা ভাবেই সতর্ক থাকতে হচ্ছে দেশের সমস্ত প্রদেশের প্রশাসনকে। আর এর মাঝেই এবার এই বিষয়ে বড় বয়ান দিলেন আসানসোলের তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা। তিনি বলেন, ''আমাদের সংবিধানে বলা আছে যে ভারত একটি ধর্মনিরপেক্ষ দেশ। এখানে সবাই সমান। সংখ্যালঘুরাও আমাদের আপনজন। এই দেশের প্রতিটি মানুষ আমাদের ভাই-বোন, তাদের সুরক্ষা আমাদের সকলের দায়িত্ব।" 

Shatrughan Sinha

এছাড়াও তিনি বলেন, ''বিষয়টি নিয়ে এত জলঘোলার প্রয়োজন নেই। আসলে দেশের মূল সমস্যাগুলি থেকে মানুষের দৃষ্টি সরাতেই এই ধরনের ইস্যু সামনে আনা হচ্ছে। দারিদ্র্য, কর্মসংস্থানসহ যে প্রতিশ্রুতিগুলো কেন্দ্রীয় সরকার দিয়েছে, সেগুলি তারা পূরণ করতে ব্যর্থ হচ্ছে।"