গালওয়ান উপত্যকায় চিনা হামলায় এবার সরব হলেন শশী থারুর

চিনারা নিজের শক্তিবৃদ্ধি করতে ভারতের ওপরে ক্রমাগত হামলা চালাচ্ছে। ভারতকে টেনে নীচে নামাতে এবার নয়া কৌশল তাই চিনের। যার জেরে গালওয়ান সংঘর্ষ নিয়ে ক্রমাগত অপপ্রচার চালাচ্ছে চিনা সেনারা। ভারতীয় সেনাবাহিনীকে দুর্বল করার লক্ষ্যে রণকৌশল বানাচ্ছে চৈনিক সৈনিকরা।

author-image
Adrita
আপডেট করা হয়েছে
New Update
shashi

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ চিন (China) সেনাবাহিনীর সাথে ভারতের সংঘর্ষ লেগেই রয়েছে। গালওয়ান উপত্যকায় (Galwan Valley) চিনা সেনাবাহিনী ভারতের প্রায় ৪০ জন সৈনিককে (Soldiers) হত্যা (Killed) করেছে। এবার এই প্রসঙ্গেই সরব হলেন কংগ্রেসের (Congress) সাংসদ শশী থারুর (Shashi Tharoor)।

কংগ্রেস সাংসদ শশী থারুর বলেছেন, "আমি মনে করি এই ধরনের রাজনীতি অযৌক্তিক, কোনও রাজনৈতিক দলের কাউকেই ভারতবিরোধী বলে মনে করা যায় না। ভারতের কীভাবে অগ্রগতি হওয়া উচিত এবং ভবিষ্যতের ক্ষেত্রে ভারতের কী প্রয়োজন সে সম্পর্কে আমাদের আলাদা দৃষ্টিভঙ্গি রয়েছে। গণতন্ত্র হিসেবে... গালওয়ানে আমাদের ২০ জন সৈন্যকে হত্যা করার পর চীনের বিরুদ্ধে যথেষ্ট কঠোর না হওয়ার জন্য আমরা সরকারের সমালোচনা করেছি, তাই এর কোনো মানে হয় না।"