নিজস্ব সংবাদদাতাঃ চিন (China) সেনাবাহিনীর সাথে ভারতের সংঘর্ষ লেগেই রয়েছে। গালওয়ান উপত্যকায় (Galwan Valley) চিনা সেনাবাহিনী ভারতের প্রায় ৪০ জন সৈনিককে (Soldiers) হত্যা (Killed) করেছে। এবার এই প্রসঙ্গেই সরব হলেন কংগ্রেসের (Congress) সাংসদ শশী থারুর (Shashi Tharoor)।
কংগ্রেস সাংসদ শশী থারুর বলেছেন, "আমি মনে করি এই ধরনের রাজনীতি অযৌক্তিক, কোনও রাজনৈতিক দলের কাউকেই ভারতবিরোধী বলে মনে করা যায় না। ভারতের কীভাবে অগ্রগতি হওয়া উচিত এবং ভবিষ্যতের ক্ষেত্রে ভারতের কী প্রয়োজন সে সম্পর্কে আমাদের আলাদা দৃষ্টিভঙ্গি রয়েছে। গণতন্ত্র হিসেবে... গালওয়ানে আমাদের ২০ জন সৈন্যকে হত্যা করার পর চীনের বিরুদ্ধে যথেষ্ট কঠোর না হওয়ার জন্য আমরা সরকারের সমালোচনা করেছি, তাই এর কোনো মানে হয় না।"