নিজস্ব সংবাদদাতা: শরদ পাওয়ারের থেকে আলাদা হয়েছে অজিত পাওয়ার এনডিএতে যোগ দিয়েছেন। এরপরেই এনসিপির প্রতীক বিতর্ক শুরু হয়। এবার নির্বাচন কমিশন শরদ পাওয়ারের দলকে নতুন প্রতীক দিল। প্রতীকটি হল 'মানুষ সানাই বাজাচ্ছেন'। দেখুন প্রতীক-
Election Commission of India allotted "man blowing Turha" as the symbol of the Nationalist Congress Party-Sharadchandra Pawar pic.twitter.com/2E5SQwopdT