নিজস্ব সংবাদদাতাঃ একরাতেই যেন মৃত্যু নগরীতে পরিণত হয়েছে বালেশ্বর। ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে অভিশপ্ত করমণ্ডলের বহু কামরা। জানা গিয়েছে, এখনও পর্যন্ত ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে ২৬১ জনের মৃতদেহ। আহত ৯০০-র বেশি। এই ভয়াবহ দুর্ঘটনায় পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুধু প্রধানমন্ত্রী নন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে সব রাজ্যের নেতা-মন্ত্রীরা এই ঘটনায় তদন্তের আহ্বান জানান। এবার এই বিষয়ে মুখ খুললেন এনসিপি সভাপতি শরদ পাওয়ার।
তিনি বলেন, "এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। সবার দাবি অনুযায়ী দুর্ঘটনার বিস্তারিত তদন্ত করা হোক।"