নিজস্ব সংবাদদাতা: দিল্লি নির্বাচনের ভোট গণনা প্রায় শেষের মুখে। দিল্লিতে সরকার গড়তে চলছে বিজেপি। দিল্লির সবচেয়ে চর্চিত আসন নয়া দিল্লি বিধানসভা কেন্দ্রে হাড্ডাহাড্ডির লড়াই-এর শেষে হার হয়েছে অরবিন্দ কেজরিওয়ালের। এই আসনের ফলাফলে চমক দিয়ে জয় ছিনিয়ে এনেছেন পারভেশ সাহেব সিং। এই আসনেই এবার লজ্জার হার হয়েছে ভারতরাষ্ট্র ডেমোক্রেটিক পার্টির। এই দলের প্রার্থী ঈশ্বর চন্দ মাত্র ৪ টি ভোট পেয়েছেন।
/anm-bengali/media/post_attachments/06e36689-649.png)