পয়ঃনিষ্কাশন ট্রিটমেন্ট প্ল্যান্টের জল গঙ্গায়! দেখুন ভিডিও

৫ জুন বিশ্ব পরিবেশ দিবস। বিশেষ দিনটিতে বিশেষ এক ভিডিও পোস্ট করেছেন কংগ্রেসের নভজ্যোত সিং সিধু। দেখুন ভিডিও।

author-image
Pallabi Sanyal
New Update
e

নিজস্ব সংবাদদাতা : ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস। বিশেষ দিনটিতে বিশেষ এক ভিডিও পোস্ট করেছেন কংগ্রেসের নভজ্যোত সিং সিধু। ভিডিওর ক্যাপশানে তিনি জানিয়েছেন, সম্প্রতি  ঋষিকেশ সফরে গিয়েছিলেন তিনি। শ্রী শ্রী গুরুকুল আশ্রম সংলগ্ন  পয়ঃনিষ্কাশন ট্রিটমেন্ট প্ল্যান্টটি নজরে আসে তার।  প্ল্যান্টের জল সরাসরি মিশছে গঙ্গায়। মা গঙ্গাকে যেখানে পুজো করা হয়, সেখানে এহেন ঘটনায় কংগ্রেস নেতা দৃষ্টি আকর্ষণ করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির। তার কাছে সিধুর অনুরোধ, ''আমাদের দেশের সবচেয়ে পবিত্র ও শ্রদ্ধেয় নদীতে প্ল্যান্টের জল যাতে না মেশে তার জন্য ওই জল পরিশোধিত করে পরিবেশবান্ধব ও টেকসই উপায়ে ব্যবহার করার ব্যবস্থা করা যেতে পারে। আমরা শোধিত বর্জ্যকে যথাযথভাবে জীবাণুমুক্ত করার পর টয়লেট ও ​​বাগানের জন্য ঘরোয়া ব্যবহারের জন্য ব্যবহার করতে পারি।''