বানভাসি মহারাষ্ট্র, জলের তলায় একের পর এক বাড়ি

আগামী ২৪ ঘণ্টার জন্য রায়গড়, পালঘর, পুনে এবং চন্দ্রপুর গড়চিরোলি জেলায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে। থানে, মুম্বাই, রত্নাগিরি ও সাতারা জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে।

author-image
SWETA MITRA
New Update
yavat.jpg

 

নিজস্ব সংবাদদাতাঃ লাগাতার ভারী বৃষ্টির (Heavy Rainfall) জেরে এবার নাজেহাল অবস্থা হয়ে গিয়েছে মহারাষ্ট্রবাসীর। সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই মানুষের দুর্ভোগের ছবি দেখা যাচ্ছে। এদিকে ভারী বৃষ্টির কারণে মানুষের ঘরবাড়িতে জল হু হু করে ঢুকছে। শেষ সম্বলটুকু কোনওরকমে আঁকড়ে বসে আছেন অনেকে।  এদিকে অবিরাম বৃষ্টির কারণে ইয়াবতমালে (Yavatmal)  হু হু করে জলের স্তর বাড়ছে।