পহেলগাঁও জঙ্গি হামলার কবলে গুজরাটের পর্যটকরা! কী বলছে রাজ্য সরকার

কাশ্মীরে জঙ্গি হামলার কবলে পড়েছেন গুজরাটের একাধিক পর্যটকরা।

author-image
Tamalika Chakraborty
New Update
jammu and kashmir attacks


নিজস্ব সংবাদদাতা: পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় দুই জন নিহত হয়েছেন। কমপক্ষে ১৬ জন পর্যটক আহত হয়েছেন। এই হামলার মুখে গুজরাটের বেশ কয়েকজন পর্যটক পড়েছেন বলে জানা গিয়েছে। গুজরাটের স্বরাষ্ট্রমন্ত্রী হর্ষ সাংভি বলেছেন, "এই ক্ষেত্রে কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতরের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।  হামলার কবলে পরা পর্যটকদের আত্মীয়রা যাতে তাৎক্ষণিক সাহায্য পেতে পারেন, সেই বিষয়ে ব্যবস্থা করা হয়েছে। আমরা কিছুক্ষণের মধ্যেই এই বিষয়ে আনুষ্ঠানিক তথ্য দেব।"

ihko2glc_pahalgam_160x120_22_April_25