নিজস্ব সংবাদ: সামনেই ২০২৪-এর লোকসভা নির্বাচন (Loksabha Election 2024)। আর তার আগেই পশ্চিমবঙ্গের রেল ব্যবস্থা উন্নত করতে একাধিক খাতে টাকা বরাদ্দ করলো কেন্দ্র। পূর্ব রেল (Eastern Railway) একাধিক নতুন রেল স্টেশন, আন্ডারপাস, ফুট ওভার ব্রিজ নির্মাণ করার সিদ্ধান্ত নিয়েছে। মেট্রো প্রকল্পেও গতি বাড়ানো হয়েছে। ২৬ ফ্রেব্রুয়ারি পূর্ব রেলের ২৮ টি স্টেশনের শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। যার জন্য বরাদ্দ হয়েছে ৭০৪ কোটি টাকা। ব্যান্ডেল স্টেশনকে নতুন করে সাজাবার উদ্যোগও নেওয়া হয়েছে।
পূর্ব রেলের অধীনে ২২ টি আন্ডার পাস তৈরির জন্য বরাদ্দ হয়েছে ১২৩.৫২ কোটি টাকা। পশ্চিমবঙ্গে ১০ টি আন্ডারপাস তৈরির জন্য বরাদ্দ করা হয়েছে ৪১.৪৪ কোটি টাকা। ১ হাজার ১৭ টি লেভেল ক্রসিং তৈরি করার পরিকল্পনা করেছে পূর্ব রেলওয়ে। তার মধ্যে ৮৪৪ টি লেভেল ক্রসিং তৈরি করা হবে পশ্চিমবঙ্গে।
এছাড়া, শিয়ালদা, হাওড়া, মালদা, আসানসোল ডিভিশনের একাধিক স্টেশনকে সংস্কার করে বিশ্বমানের করে তোলার প্রচেষ্টা চলছে।