নিজস্ব সংবাদদাতাঃ বিজেপির বিক্ষোভকে ঘিরে রণক্ষেত্রের চেহারা নিয়েছে বিহারের পাটনা (Patna)। জানা গিয়েছে, বিহার বিজেপির রাজ্য সভাপতি সম্রাট চৌধুরি-সহ বেশ কয়েকজন নেতাকে আটক করেছে পাটনা পুলিশ। গ্রেফতার করা হয়েছে বিজেপি নেতা সুশীল মোদীকেও (Sushil Modi)। পাটনার ডাক বাংলো মোড়ে বিজেপি কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয় আজ। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠি ও জলকামান ব্যবহার করে। এ সময় পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করা হয়। এর পরে সম্রাট চৌধুরীর নেতৃত্বে বিজেপি নেতারা রাস্তায় অবস্থান নেন। এরপর তাদের আটক করে একটি বাসে তুলে নিয়ে যাওয়া হয়। লাঠিচার্জে মাথায় আঘাত পেয়েছেন সাংসদ জনার্দন সিগরিওয়াল। নতুন শিক্ষক নিয়োগ বিধির বিরুদ্ধে এবং ১০ লক্ষ চাকরির ইস্যুতে পাটনায় একটি বিধানসভা মিছিল বের করে বিজেপি। সারা রাজ্য থেকে হাজার হাজার নেতা-কর্মী এতে অংশ নিয়েছিলেন। শিক্ষক নিয়োগবিধি, কর্মসংস্থানের পাশাপাশি আগুভানি সেতু দুর্ঘটনা, দুর্নীতি এবং আইন-শৃঙ্খলা ইস্যুতেও মহাজোট সরকারকে আক্রমণ করছে বিজেপি।