নিজস্ব সংবাদদাতাঃ জগন্নাথ দেবের চন্দন যাত্রায় ভয়ঙ্কর বিপত্তি। অগ্নিদ্বগ্ধ হলেন কমপক্ষে ১৫ জন। বুধবার রাতে ওড়িশার পুরীতে এই ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। পুরীর জগন্নাথ দেবের চন্দন যাত্রার সময়ে হঠাৎই বিস্ফোরণ হয়। আগুনে ঝলসে যান কমপক্ষে ১৫ জন পুণ্যার্থী। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, আতশবাজি থেকেই আগুন লেগেছিল। গোটা ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক ও কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।
ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন এবং বলেছেন যে তিনি তাঁর মুখ্য প্রশাসনিক সচিব এবং জেলা প্রশাসনকে আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে যাঁরা আহত হয়েছেন, তাঁদের খরচও রাজ্য সরকার বহন করবে বলে জানিয়েছেন তিনি।
এই ঘটনায় শোকপ্রকাশ করে কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান লেখেন, "পুরী চন্দন যাত্রা চলাকালীন নরেন্দ্র পুষ্করিণী দেবীঘাটে যে দুর্ভাগ্যজনক দুর্ঘটনা ঘটেছে, তাতে বহু মানুষ আহত হওয়ার খবর শুনে আমি দুঃখিত। ভগবানের আশীর্বাদে যাঁরা চিকিৎসাধীন, তাঁরা দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফিরে আসুন, এটাই আমার কামনা।"