নিশানার আরও দুই! দিল্লি পুলিশের সক্রিয়তায় গ্রেফতার বিষ্ণোই গ্যাংয়ের সাত শুটার

দিল্লি পুলিশের সক্রিয়তায় গ্রেফতার বিষ্ণোই গ্যাংয়ের সাত শুটার।

author-image
Tamalika Chakraborty
New Update
lawrencr bishnoi

নিজস্ব সংবাদদাতা:  লরেন্স বিষ্ণোইয়ের গ্যাংয়ের আক্রমণে মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী বাবা সিদ্দিকি নিহত হয়েছেন। এরপরেও এই গ্যাং আরও দুই জনকে নিশানা করেছিলেন। কিন্তু  নিশানাকে বাস্তবায়িত করার আগেই বিষ্ণোই গ্যাংয়ের সাত শুটারকে গ্রেফতার করল দিল্লি পুলিশ। জানা গিয়েছে, রাজস্থানের দুই ব্যক্তিকে টার্গেট করেছিল লরেন্স বিষ্ণোইয়ের গ্যাং।  জানা গিয়েছে, রাজস্থানের গঙ্গানগরের সুনীল পহলওয়ান এবং রাজস্থানের এক প্রাক্তন বিধায়কের ভাইপো রাজ কুমার গৌরকে হত্যার ছক কষেছিল লরেন্স বিষ্ণোইয়ের গ্যাং।

দিল্লি পুলিশের স্পেশাল সেলের অতিরিক্ত সিপি প্রমোদ কুমার কুশওয়াহা বলেন,  দিল্লি পুলিশের এসিপি ধর্মেন্দ্রর নেতৃত্বে একটি টিম  বিষ্ণোই গ্যাংয়ের সাত জনকে গ্রেফতার করেছে।  তারা রাজ্যস্থানের এক ব্যক্তিকে খুন করার  টার্গেট করেছিল। তারা এই কাজে সফল হলে, নতুন নিশানা ঠিক করত। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম রিতেশ, সুখরাম, শাহিল, অমর, বাদল, প্রমোদ এবং সন্দীপ। তবে এই সাতজনের সঙ্গে বাবা সিদ্দিকির খুনের কোনও যোগসূত্র পায়নি পুলিশ।

গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই জেলে রয়েছেন। এই শুটারদের কে নির্দেশ দিচ্ছে?  পুলিশ সূত্রে জানা গিয়েছে, রেন্স বিষ্ণোইয়ের ঘনিষ্ঠ সহযোগী আরজু বিষ্ণোই ও লরেন্সের ভাই আনমোল বিষ্ণোইয়ের নির্দেশে ধৃতরা কাজ করছিল। টার্গেটের ওপর নজরদারি চালাচ্ছিল, তখন তাঁদের গ্রেফতার করা হয়।