শেয়ার বাজারের নয়া ইতিহাস, সকাল সকাল চড়চড়িয়ে উঠলো সূচক

ইতিহাসে এই প্রথমবার ৮০ হাজার পয়েন্টের গণ্ডি পার করল সেনসেক্স।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
sensex.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: শেয়ার বাজারে ইতিহাস তৈরি হল। ইতিহাসে এই প্রথমবার ৮০ হাজার পয়েন্টের গণ্ডি পার করল সেনসেক্স। একই ভাবে বাজার খোলার পরই সর্বকালের সর্বোচ্চ স্তরে পৌঁছে গিয়েছে নিফটি।

শেয়ার বাজারের তথ্য অনুযায়ী, বুধবার বাজার খুলতেই বিএসইয়ের সেনসেক্স ৮০,১৩১.৩৩ পয়েন্টে পৌঁছে যায়। অন্যদিকে, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের তথ্য অনুযায়ী, ২৪,৩২০.৯৮ পয়েন্টে পৌঁছে যায় সূচক নিফটি ৫০। বিশেষজ্ঞদের মতে, বেসরকারি ব্যাঙ্ক HDFC ব্যাঙ্কের হাত ধরে শেয়ার বাজারের আজকের এই উত্থান হয়েছে।

sensex1

Adddd