উদ্ধার অভিযান শেষ! হাওড়া-মুম্বাই এক্সপ্রেস দুর্ঘটনায় ঘটনাস্থল থেকে এল বড় আপডেট

ট্রেন দুর্ঘটনায় আরো এক আপডেট।

author-image
Anusmita Bhattacharya
New Update
1722314137-6678

নিজস্ব সংবাদদাতা: চক্রধরপুর রেলওয়ে ডিভিশনের সিনিয়র ডিসিএম আদিত্য কুমার চৌধুরী ট্রেন দুর্ঘটনা নিয়ে মুখ খুললেন।

Jharkhand train accident LIVE: Howrah-Mumbai mail derails, 2 killed, 20  injured | Hindustan Times 

আদিত্য কুমার চৌধুরী বলেছেন, "ট্রেন নম্বর ১২৮১০ হাওড়া-মুম্বাই লাইনচ্যুত হয়েছে...সমস্ত যাত্রীদের সরিয়ে নেওয়া হয়েছে এবং বিশেষ ট্রেন ও বাসে করে চক্রধরপুরে স্থানান্তরিত করা হয়েছে৷ বিশেষ ট্রেনটি চক্রধরপুর থেকে মুম্বাই পর্যন্ত চলবে বিস্তারিত সময় অনুযায়ী, ২ জন মারা গেছে এবং ৫ জন আহত ব্যক্তিকে রেলওয়ে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে...উদ্ধার অভিযান শেষ হয়েছে এবং পুনরুদ্ধার চলছে"।