নিজস্ব সংবাদদাতাঃ গুজরাট হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর দায়ের করা পিটিশনের শুনানি চলছে সুপ্রিম কোর্টে। এদিন বড় মন্তব্য করেন রাহুল গান্ধীর পক্ষের আইনজীবী অভিষেক মনু সিংভী। তিনি আজ শুক্রবার সুপ্রিম কোর্টে জানান, ‘অভিযোগকারী পূর্ণেশ মোদীর আসল উপাধি 'মোদী' ছিল না এবং পরে তিনি এই পদবীটি পরে গ্রহণ করেছিলেন। রাহুল তাঁর ভাষণের সময় যে ব্যক্তির নাম উল্লেখ করেছিলেন তিনিও মামলা দায়ের করেননি। এটি ১৩ কোটি মানুষের একটি ছোট সম্প্রদায় এবং এখানে কোনও অভিন্নতা বা সমতা নেই।‘ সিংভি বলেন, এই সম্প্রদায়ের লোকেরাই ভুক্তভোগী যারা বিজেপির পদাধিকারী এবং মামলা দায়ের করছেন। গণতন্ত্রে আমাদের ভিন্নমত আছে, গণতন্ত্রে মতবিরোধ আছে। যাকে আমরা বলি 'শালীন ভাষা'। গান্ধী কঠোর অপরাধী নন। বিজেপি কর্মীরা অনেক মামলা দায়ের করেছেন, কিন্তু কখনও দোষী সাব্যস্ত হননি। প্রবীণ আইনজীবী অভিষেক মনু সিংভি জানিয়েছেন, রাহুল গান্ধী ইতিমধ্যেই সংসদের দু'টি অধিবেশন মিস করেছেন।'