স্বঘোষিত গুরু হয়ে বছরের পর বছর যৌন নির্যাতন! এবার কঠোর রায় দিল আদালত

জম্মু ও কাশ্মীরে স্বঘোষিত আধ্যাত্মিক নিরাময়কারী আইজাজ শেখকে যৌন নির্যাতনের জন্য সশ্রম কারাদণ্ডের রায় শোনানো হয়েছে।

author-image
Tamalika Chakraborty
New Update
advocate s

নিজস্ব সংবাদদাতা: এক দশকের বেশি সময় ধরে বার বার যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে স্বঘোষিত আধ্যাত্মিক নিরাময়কারী আইজাজ শেখের বিরুদ্ধে। তাঁকে  ১৪ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। অ্যাডভোকেট আয়শিয়া জাহগীর বলেন, "অভিযুক্তকে গতকাল দোষী সাব্যস্ত করা হয়েছে।  আজকে কী সাজা ঘোষণা করা হবে, তা শোনানো হয়।  সিজেএম সোপোর এই মামলায় দুই নির্যাতিতার জন্য অভিযুক্তকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন। সাজা ধারাবাহিকভাবে চলবে, তাকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড এবং প্রত্যেক নির্যাতিতার জন্য ৫০,০০০ টাকা জরিমানা করা হবে। ক্ষতিপূরণ হিসেবে ৪৫,০০০ টাকা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং সিজেএম আরও বলেছেন যে ভুক্তভোগীরা তাদের সামর্থ্য অনুযায়ী ক্ষতিপূরণের জন্য উপযুক্ত ফোরামে যেতে পারেন।"