নিজস্ব সংবাদদাতা: এখনও কোনও খোঁজ মেলেনি শেখ শাহজাহানের। তাঁর অডিও বার্তা সামনে এলেও তাঁর হদিশ মিলছে না কোনও ভাবেই। যদিও বিরোধীদের দাবি, শাহজাহান সন্দেশখালিতেই রয়েছে বহাল তবিয়তে। পুলিশ ওঁকে নিরাপত্তা দিচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে শাহজাহান এতো গুরুত্বপূর্ণ কেন? সে কি শুধুই সন্দেশখালির ‘রয়্যাল বেঙ্গল’ নাকি তৃণমূল জুড়েই চলে তাঁর প্রভাব? উত্তর এল এবার।
এদিন বিজেপির মিডিয়া সেলের মুখপাত্র অমিত মালব্য নিজের এক্স হ্যান্ডেলে এই প্রশ্নের উত্তর দিয়েছেন। তিনি বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে শাহজাহান শেখের মতো মানুষ কেন গুরুত্বপূর্ণ? কারণ এই স্থানীয় শক্তিশালী এবং অপরাধীদের, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায়, তৃণমূল মুসলিম ভোট পাচ্ছে। আসলে এদের কাঁধেই ভোট সংগ্রহ করার দায়িত্ব দেওয়া হয়েছে। কিন্তু এই চিন্তা ভাবনার কোনও গুরুত্ব নেই। টিএমসি সবেমাত্র ফুরফুরা মাদ্রাসা নির্বাচনে সিপিএম-আইএসএফ জোটের কাছে ৬-০ ব্যবধানে হেরেছে। এরপরও এই ভাবনা অপ্রাসঙ্গিক। তবে পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্রমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শাহজাহান শেখকে গ্রেপ্তারের নির্দেশ দেওয়ার সাহস পাবেন কিনা তা নিয়ে সাম্প্রতিক ব্যবধানে সন্দেহ থেকেই যাচ্ছে”।