পুঞ্চে মাদক বিরোধী বড় অভিযান! বাজেয়াপ্ত করা হল মাদক পাচারকারীর সম্পত্তি

জম্মু ও কাশ্মীরের তদন্তকারী সংস্থা SIA মাদক পাচারকারী হিসেবে পরিচত মহম্মদ লিয়াকত নামের এক ব্যক্তির সম্পত্তি বাজেয়াপ্ত করেছে। বর্তমানে তিনি পলাতক।

author-image
Tamalika Chakraborty
New Update
sia team

নিজস্ব সংবাদদাতা: জম্মু ও কাশ্মীরের তদন্তকারী সংস্থা SIA  মাদক পাচারকারী হিসেবে পরিচত মহম্মদ  লিয়াকত নামের এক ব্যক্তির সম্পত্তি বাজেয়াপ্ত করেছে। বর্তমানে তিনি পলাতক। খারি কামরায় অবস্থিত ০১ কানাল এবং ৯ মারলা জমি বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানা গিয়েছে। 

09047d24-09f0-4506-a871-50f65e8281ec

P/S পুঞ্চ/SIA জম্মু, ক্রিমিনাল প্রসিডিউর কোডের (CRPC) U/S 83-এ নং এফআইআর নং 69/2023-এর  অধীনে পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।  পুঞ্চের প্রধান দায়রা বিচারপতি সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ দিয়েছিলেন। তহসিলদার হাভেলি, আজহার মজিদের উপস্থিতিতে SIA অপারেশনটি  সম্পন্ন করে। সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে আজহার মজিদ বলেন, আদালতের নির্দেশে  জমি বাজেয়াপ্ত করা হয়েছে।

c67b6002-f36a-419a-94c3-22fb525e3a09

লিয়াকতের সম্পত্তি বাজেয়াপ্ত করা ওই অঞ্চলে মাদক-সন্ত্রাস দমনে উল্লেখযোগ্য পদক্ষেপ বলে মনে করা হচ্ছে৷ কর্তৃপক্ষ লিয়াকতকে সন্ধানে তল্লাশি অভিযান শুরু করেছে। মাদক পাচারের জন্য ওই অঞ্চলে যে নেটওয়ার্ক কাজ করে, তা ভেঙে ফেলার চেষ্টা করছে SIA।

 tamacha4.jpeg