সিএএ বিজ্ঞপ্তিতে খুশি পাকিস্তান থেকে অবৈধভাবে আসা সীমা হায়দার, কী বললেন তিনি

সীমা হায়দার পাকিস্তান থেকে অবৈধভাবে ভারতে এসেছিলেন। তিনি সিএএ বিজ্ঞপ্তিতে আনন্দ প্রকাশ করেন। যদিও তিনি এই আইনের কোনও সুবিধা পাবেন না।

author-image
Tamalika Chakraborty
New Update
seema haidar.JPG

নিজস্ব সংবাদদাতা: সীমা হায়দার অনলাইনে পরিচয় হওয়া এক পুরুষকে বিয়ে করতে অবৈধভাবে পাকিস্তান থেকে ভারতে প্রবেশ করেন। কেন্দ্রের সিএএ নিয়ে বিজ্ঞপ্তি জারি করার পরেই তিনি উত্তরপ্রদেশের নয়ডায় পরিবারের সঙ্গে দিনটি উদযাপন করেন। তিনি বলেন, "আমরা খুব খুশি, আমরা ভারত সরকারকে অভিনন্দন জানাই। প্রধানমন্ত্রী মোদি যা প্রতিশ্রুতি দিয়েছিলেন তা করেছেন।" যদিও সীমা হায়দার এই আইনের অধীনে কোনও সুবিধা পাবেন না। কারণ তিনি একজন মুসলিম পাকিস্তান থেকে ভারতে এসেছেন। তিনি ২০১৪ সালের পরে ভারতে এসেছেন।

download (32).jpg

 

 

 tamacha4.jpeg

tamacha3.jpeg

tamacha1.jpg

tamacha.jpeg