কী হচ্ছে দিল্লির লোটাস টেম্পলে?

ভাসমান পদ্মের আদলে ১৯৮৬ সালে নির্মিত এই মন্দিরটি একদম জাঁকজমকপূর্ণ। দেখলেই চোখ ধাঁধিয়ে যাবে আপনার।

author-image
SWETA MITRA
New Update
lotus 11.jpg

অভিজিৎ নন্দী মজুমদারঃ দিল্লির লোটাস টেম্পলে(Lotus Temple) পর্যটকদের ভিড় উপচে পড়েছে। ভাসমান পদ্মের আদলে ১৯৮৬ সালে নির্মিত এই মন্দিরটি একদম জাঁকজমকপূর্ণ। দেখলেই চোখ ধাঁধিয়ে যাবে আপনার। এই মন্দিরে সব ধর্মের মানুষের অবাধ যাতায়াত চোখে পড়ার মতো। অষ্টাদশ শতাব্দীতে পারস্যে বাহাই বিশ্বাসের উৎপত্তি হয়েছিল। আপনিও যদি দিল্লি যাওয়ার পরিকল্পনা করে থাকেন তাহলে দিল্লির লোটাস মন্দিরে আসতে ভুলবেন না কিন্তু।