নিজস্ব সংবাদদাতাঃ হরিয়ানা সরকার রবিবার জনসাধারণকে নুহ জেলায় যে কোনও ধরণের চলাচল এড়ানোর আহ্বান জানিয়েছে কারণ জেলা প্রশাসন কর্তৃক ১৪৪ ধারা জারি করা হয়েছে। নুহ সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট অশ্বিনী কুমার জানিয়েছেন, "জেলার সমস্ত স্কুল ও ব্যাঙ্ক বন্ধ রাখা হয়েছে। জেলায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। আমি নাগরিকদের যে কোনও ধরনের আন্দোলন এড়িয়ে চলার আহ্বান জানাচ্ছি। যারা যাত্রার প্রচারের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কারণ এটি ১৪৪ ধারা লঙ্ঘন করবে।"
নুহের ডেপুটি কমিশনার ধীরেন্দ্র খাদগাতা জানিয়েছেন, আধাসামরিক বাহিনীর ১৩ কোম্পানি, হরিয়ানা আর্মড পুলিশের (এইচএপি) তিন কোম্পানি এবং ৬৫৭ জন পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে।
রবিবার গভীর রাত থেকে বিশ্ব হিন্দু পরিষদের (ভিএইচপি) 'যাত্রা'র আহ্বানকে কেন্দ্র করে নুহ এবং এর আশেপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।