নতুন করে দেশে কৃষক বিক্ষোভ, তৈরি পুলিশ

ফের দেশে অশান্তির আশঙ্কা করছে পুলিশ। শুরু নজরদারি।

author-image
SWETA MITRA
New Update
security.jpg

নিজস্ব সংবাদদাতাঃ ফের একবার কার্যত বিদ্রোহ ঘোষণা করলেন দেশের সাধারণ কৃষকরা। ফের একবার নতুন করে পথে নামতে শুরু করবেন কৃষকরা বলে খবর। জানা গিয়েছে, বিভিন্ন দাবিতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কৃষকদের বিক্ষোভের পরিপ্রেক্ষিতে চণ্ডীগড়-মোহালি সীমান্তে (Chandigarh Mohali border) নিরাপত্তা জোরদার করা হয়েছে। এই বিষয়ে মোহালির এসপি অমনদীপ ব্রার বলেন, "পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। সাধারণ মানুষ যাতে তিন দিন ধরে বিক্ষোভের সময় কোনও সমস্যার সম্মুখীন না হন, তা নিশ্চিত করার ব্যবস্থা করা হয়েছে।“