নিজস্ব সংবাদদাতা: নকশালদের বিরুদ্ধে মোকাবেলা করতে প্রস্তুত দেশের নিরাপত্তা রক্ষীরা। বস্তার যোদ্ধাদের ৪৭ দিনের অগ্রিম প্রশিক্ষণ শুক্রবার শেষ হয়েছে। প্রশিক্ষণের শেষ দিনে বস্তার যোদ্ধাদের বিস্ফোরণ ও বন্দুকের মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হয়। এই প্রশিক্ষণের পর এখন যোদ্ধারা সব দিক থেকেই নকশালদের বিরুদ্ধে লড়াই করতে প্রস্তুত। প্রশিক্ষকদের গুলি বর্ষণের পাশাপাশি বেশ কয়েকটি আইইডিও বিস্ফোরিত হয়, এসব ছিল প্রশিক্ষণের অংশ। এই ডেমো চলাকালীন, বস্তার যোদ্ধার দুই প্রশিক্ষণার্থী সৈন্য আহত হন। ঘটনার পরপরই ডেমোটি কিছুক্ষণের জন্য বন্ধ করে দেওয়া হয়। নিরাপত্তা বাহিনীর দুই সদস্যকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।