নিজস্ব সংবাদদাতাঃ জানা গিয়েছে, ধর্মীয় নেতা বাহাদুর চাঁদ ভাকিলের মৃত্যুতে হরিয়ানার সিরসায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং ইন্টারনেট পরিষেবা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। তিনি সিরসায় ডেরা জগমালওয়ালির প্রধান ছিলেন।
#WATCH | Sirsa, Haryana: Deepti Garg, SP Dabwali says, "Security arrangements have been made. Not just our district police but companies from the entire range are deployed here. Companies of Haryana Armed Police, 2 companies of RAF and in total, we have deployed 15 to 16… https://t.co/8Ap6IS9Txapic.twitter.com/pwhv6PjO5U
এই বিষয়ে দাবওয়ালির এসপি দীপ্তি গর্গ বলেন, "নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। শুধু আমাদের জেলা পুলিশ নয়, পুরো রেঞ্জের সংস্থাগুলো এখানে মোতায়েন করা হয়েছে। হরিয়ানা আর্মড পুলিশের কোম্পানি, ২ কোম্পানি র্যাফ এবং সব মিলিয়ে আমরা ১৫ থেকে ১৬টি কোম্পানিকে যথাযথ নিরাপত্তা ব্যবস্থার জন্য এখানে মোতায়েন করেছি, যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে।"
প্রসঙ্গত, ধর্মীয় নেতা বাহাদুর চাঁদ ভাকিলের মৃত্যুতে ষড়যন্ত্রের অভিযোগ তুলছেন তাঁর অনুগামীরা।