নিজস্ব সংবাদদাতাঃ বেঙ্গালুরু পুলিশ কন্নড় অভিনেতা দর্শন থুগুদীপাকে আটক করে এবং জিজ্ঞাসাবাদের জন্য ১১ জুন তাকে অন্নপূর্ণেশ্বরী নগর থানায় নিয়ে আসে। কামক্ষীপাল্য থানায় দায়ের করা একটি হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাকে হেফাজতে নেওয়া হয়েছে। অন্নপূর্ণেশ্বরী নগর থানার বাইরে বিপুল সংখ্যক তাঁর ভক্তরা জড়ো হন।
/anm-bengali/media/post_attachments/85c3b8a1c3f2801de9a8e724e97eecbf0d87b3c75ce358560c877e53e1b34d07.jpg)
এবার এই মামলায় এল এক নতুন তথ্য। অন্নপূর্ণেশ্বরীনগর থানার ২০০ মিটারের মধ্যে ১৪৪ ধারা জারি করা হয়েছে যেখানে অভিনেতা দর্শন এবং অন্যদের পুলিশ হেফাজতে রাখা হয়েছে।
/anm-bengali/media/post_attachments/0861e76210aa635f08c6daba62a470d2086e6a97cfa304e9b069362aa426c63b.webp)