ফের ১৪৪ ধারা জারি, থমথমে রাজ্য

উত্তরাখণ্ডের পুরোলায় জেলা প্রশাসন ১৫ জুনের মহাপঞ্চায়েত নিষিদ্ধ করেছে। শহরে ১৪৪ ধারাও জারি করা হয়েছে। ঘটনাকে ঘিরে রাজনৈতিক তাপ উত্তাপ বাড়ছে।

author-image
SWETA MITRA
New Update
144.jpg

নিজস্ব সংবাদদাতাঃ ফের একবার শিরোনামে উঠে এল বিজেপি শাসিত রাজ্য উত্তরাখণ্ড (Uttarakhand)। জারি হল ১৪৪ ধারা। উত্তর কাশীর ডিএম অভিষেক রোহিলা জানিয়েছেন, ‘পুরোলায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।‘ জানা গিয়েছে, 'লাভ-জিহাদ' মামলায় পুরোলায় মহা পঞ্চায়েত আয়োজনের অনুমতি দিতে অস্বীকার করেছে জেলা প্রশাসন।

উত্তরাখণ্ডের পুরোলায় জেলা প্রশাসন ১৫ জুনের মহাপঞ্চায়েত নিষিদ্ধ করেছে। শহরে ১৪৪ ধারাও জারি করা হয়েছে। মহাপঞ্চায়েতের জন্য প্রশাসনের কাছ থেকে অনুমতি চাওয়া হয়েছিল কিন্তু প্রশাসন অনুমতি দেয়নি।   বিশ্ব হিন্দু পরিষদ বজরং দলের স্থানীয় নেতারা জানান, তাঁরা এই মহাপঞ্চায়েতের দায়িত্ব নিচ্ছেন। পুরোলা এবং অন্যান্য জায়গায় কিছু পোস্টার এবং পুস্তিকা লাগানো হয়েছে, যাতে মুসলিমদের ১৫ জুনের আগে এলাকা খালি করার আহ্বান জানানো হয়েছে।