ঠান্ডাতো পড়েছিল, এবার হয়ে গেল তুষারপাত

জম্মু-কাশ্মীরের গুলমার্গে মরসুমের প্রথম তুষারপাত হয়ে গেল।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
aaaaaaaaaaa

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: বিভিন্ন রাজ্যেই অল্প বিস্তর ঠান্ডা পড়তে শুরু করেছে। কোথাও কম তো কোথাও বেশি। তবে এরই মধ্যে পাহাড় প্রেমীদের জন্যে সুখবর নিয়ে এল জম্মু-কাশ্মীর।

জম্মু-কাশ্মীরের গুলমার্গে মরসুমের প্রথম তুষারপাত হয়ে গেল এদিন। সেই ভিডিওই সামনে এসেছে। যেখানে সাদা পুরু বরফের চাদরে ঢেকেছে গুলমার্গ।

 

একই সাথে তুষারপাতের ছবি ধরা পড়েছে কুপওয়ারার মাচিল সেক্টরে। সেখানেও এই মরশুমের প্রথম তুষারপাত দেখা গিয়েছে।

 

অন্যদিকে, হিমাচল প্রদেশের লাহৌল ও স্পিতির কোকসার এলাকাতেও দেখা গিয়েছে প্রথম তুষারপাত।