বন্যার জলে ভেসে যাচ্ছে গ্রাম, শিশুকে উদ্ধার করতে ঝাঁপিয়ে পড়ল SDRF

পাহাড়ে অবিরাম বৃষ্টির কারণে গঙ্গার জলস্তর ক্রমাগত সতর্কীকরণ রেখা স্পর্শ করছে। এ কারণে গঙ্গা নদীর জল উত্তরাখণ্ডের একাধিক অঞ্চলের ক্ষেতেও প্রবেশ করেছে। গঙ্গার জলের কারণে মানুষের ব্যাপক ক্ষতি হয়েছে।

author-image
SWETA MITRA
New Update
sdrf.jpg

নিজস্ব সংবাদদাতাঃ সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হল। যা দেখে নেটিজেনরা এসডিআরএফ (SDRF)-কে কুর্নিশ জানালো। ভয়াবহ বন্যার কবলে পড়েছে উত্তরাখণ্ড। এদিকে মানুষজনকে উদ্ধার করতে দিনরাত এক করে কাজ করে চলেছে উদ্ধারকারীরা। তেমনই বন্যার কারণে একটি বাড়ি জলে ডুবে গিয়েছিল, সেখানে ফেঁসে রয়েছিল একটি মেয়ে। এদিকে প্রতিকূল পরিস্থিতিতে তাঁকে উদ্ধার করল এসডিআরএফ-এর একটি দল। আর সেই উদ্ধারকার্যের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই অনেকেই সাধুবাদ জানিয়েছেন এসডিআরএফ-এর দলকে।  হরিদ্বারের লাকসার গ্রামে পৌঁছে ওই মেয়েটিকে উদ্ধার করে এসডিআরএফ। SDRF জানিয়েছে, মেয়েটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।